Monday, March 3, 2025

প্রার্থনা

 


হে আল্লাহ! 

বুদ্ধি দাও, শান্তি দাও; অনুভূতি দাও ও কল্পনা দাও। সৃষ্টিপথের মর্মকোষের মধুপানের ক্ষমতা দাও। জীবনকে আনন্দিত করো। স্বার্থক করো। উজ্জ্বল করো। উদ্যোমী করো। প্রাণবান করো। নিষ্ঠাবান করো। 

অন্তরে নিয়ত শিখার মতো জ্বালো—

বিকেরূ রূপে, বিচারবুদ্ধি রূপে। 

আমার প্রার্থনা খাঁটি করো। খাঁটি করো। খাঁটি করো।


হে আল্লাহ!

জীবনকে পবিত্র করো, শান্ত করো, স্নিগ্ধ করো। অবসাদ দূর করো, অবসাদ দূর করো। ইতর লোভের নাগপাশ থেকে মুক্তি দাও। পদ্মের মতো পঙ্কিলতার উর্ধ্বে ওঠার শক্তি দাও। আনন্দগ্রহনের ক্ষমতা দাও। 

আমার প্রার্থনা খাঁটি করো। খাঁটি করো। খাঁটি করো।

No comments:

Post a Comment

একটি রাত ও আমি

  একটু ভাবুন তো! আরেকটি রাত পেরিয়ে এলাম আমরা। এই রাতের আঁধারে কেউ ঘরে ঘরে হানা দিলো— চুরি করলো, ডাকাতি করলো, কেউ ছিনতাই করে পথের মানুষের আহা...