আল্লাহর দয়া
চার ব্যক্তিকে (বিচারের জন্য) জাহান্নাম থেকে বেরকরে, আল্লাহর সামনে উপস্থিত করা হবে। তাদের মধ্যে একজন বারবার পিছনে তাকাতে থাকবে আর বলবে—
হে আমার রব! যখন আমাকে এ জাহান্নাম থেকে বের করেছেন। তখন আমাকে আর সেখানে ফিরিয়ে নিবেন না। তখন আল্লাহ তায়ালা এ লোকটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। (সহীহ মুসলিম : ১৯২)
বর্ণনাকারী : আনাস ইবনে মালিক রা.
No comments:
Post a Comment