Wednesday, September 20, 2023

আল্লাহ দয়াময়

 

আল্লাহর দয়া

চার ব্যক্তিকে (বিচারের জন্য) জাহান্নাম থেকে বেরকরে, আল্লাহর সামনে উপস্থিত করা হবে। তাদের মধ্যে একজন বারবার পিছনে তাকাতে থাকবে আর বলবে— 

হে আমার রব! যখন আমাকে এ জাহান্নাম থেকে বের করেছেন। তখন আমাকে আর সেখানে ফিরিয়ে নিবেন না। তখন আল্লাহ তায়ালা এ লোকটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। (সহীহ মুসলিম : ১৯২)

বর্ণনাকারী : আনাস ইবনে মালিক রা.

No comments:

Post a Comment

একটি রাত ও আমি

  একটু ভাবুন তো! আরেকটি রাত পেরিয়ে এলাম আমরা। এই রাতের আঁধারে কেউ ঘরে ঘরে হানা দিলো— চুরি করলো, ডাকাতি করলো, কেউ ছিনতাই করে পথের মানুষের আহা...