Wednesday, September 20, 2023

ধৈর্য্য ধরুণ

 

আর শীঘ্রই আপনার রব আপনাকে এতই দেবেন যে , আপনি খুশী হয়ে যাবেন৷ তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? তারপর আপনাকে আশ্রয় দেননি? তিনি আপনাকে পথ না পাওয়া অবস্থায় পান, তারপর তিনিই পথ দেখান৷ তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন, অতঃপর আপনাকে ধনী করলেন। 

[সূরা আদ্ দ্বোহা]

No comments:

Post a Comment

একটি রাত ও আমি

  একটু ভাবুন তো! আরেকটি রাত পেরিয়ে এলাম আমরা। এই রাতের আঁধারে কেউ ঘরে ঘরে হানা দিলো— চুরি করলো, ডাকাতি করলো, কেউ ছিনতাই করে পথের মানুষের আহা...