❝ কায়স রহ. বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা খাব্বাব ইবনু আরাত রা. এর শুশ্রুষায় গেলাম। তিনি সাতটি দাগ লাগিয়ে ছিলেন। তখন তিনি বললেন, যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মউতের জন্য দোয়া করতে নিষেধ না করতেন, তাহলে আমি অবশ্যই এর দোয়া করতাম। ❞
(সহীহ বুখারী- ৬৭৪০; বর্ণনাকারী, কায়েস ইবনে হা্যিম রহ.)
No comments:
Post a Comment