এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করলো— হে আল্লাহর রাসূল! কেউ যদি আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয়, আমি কি করবো? রাসূল সা. বললেন, তোমার সম্পদ ছিনিয়ে নিতে দিবে না। লোকটি বললো, যদি সে আমার সাথে এ নিয়ে লড়াই করে? রাসূল বললেন, তুমি তার সাথে লড়বে। লোকটি বললো, যদি সে আমাকে হত্যা করে? রাসূল বললেন, তুমি শহীদ হিসেবে গণ্য হবে। লোকটি বললো, আমি যদি তাকে হত্যা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী হবে।
(সহীহ মুসলিম : ১৪০)
বর্ণনাকারী : আবু হুরায়রা রা.
No comments:
Post a Comment