Thursday, September 21, 2023

তাকওয়া



 ❝ যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহর উপরে ভরসা করতে, তাহলে তোমাদেরকে সেভাবে রিযিক দেয়া হতো, যেভাবে পাখিদের রিযিক দেয়া হয়। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় ভরাপেটে নীড়ে ফিরে আসে।


বর্ণনাকারী : উমার ইবনুল খত্ত্বাব রা.

সহীহ: তিরমিযী ২৩৪৪, ইবনু মাজাহ ৪১৬৪, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১০, মুসনাদে আহমাদ ২০৫, আবূ ইয়া'লা ২৪৭।


No comments:

Post a Comment

একটি রাত ও আমি

  একটু ভাবুন তো! আরেকটি রাত পেরিয়ে এলাম আমরা। এই রাতের আঁধারে কেউ ঘরে ঘরে হানা দিলো— চুরি করলো, ডাকাতি করলো, কেউ ছিনতাই করে পথের মানুষের আহা...