❝ যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহর উপরে ভরসা করতে, তাহলে তোমাদেরকে সেভাবে রিযিক দেয়া হতো, যেভাবে পাখিদের রিযিক দেয়া হয়। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় ভরাপেটে নীড়ে ফিরে আসে।
বর্ণনাকারী : উমার ইবনুল খত্ত্বাব রা.
সহীহ: তিরমিযী ২৩৪৪, ইবনু মাজাহ ৪১৬৪, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১০, মুসনাদে আহমাদ ২০৫, আবূ ইয়া'লা ২৪৭।
No comments:
Post a Comment